দেশচিন্তা ডেস্ক: ক্যারিয়ারের সায়াহ্নে এসেও উজ্জ্বল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আরও একটি ট্রফি পুরলেন নিজের শোকেসে। ইন্টার মায়ামিকে এনে দিলেন তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ। এ শিরোপা জয়ে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে মায়ামি।
শনিবার (৬ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দুটি গোল বানিয়ে দিয়ে জয়ের নায়ক মেসি।
ম্যাচের শুরুতে ভ্যাঙ্কুবারের এদিয়ের ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ভ্যাঙ্কুবারকে সমতায় ফেরান আলী আহমেদ। রদ্রিগো ডি পল এবং তাদেও আলেন্দের জয়সূচক গোলে মায়ামির শিরোপা নিশ্চিত হয়। মেসি দ্বিতীয়ার্ধে ডি পল এবং আলেন্দের গোলে অ্যাসিস্ট করেন। ষষ্ঠ মৌসুমে এসে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপার স্বাদ পেল মায়ামি।
গোল ডট কম ও অ্যাথলোন স্পোর্টসের দেওয়া তথ্যমতে, এ শিরোপা জয়ের ফলে প্রাইজমানি হিসেবে মায়ামির ঘরে উঠলো তিন লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ডলারপ্রতি ১২২.৩৫ টাকা ধরে যা তিন কোটি ৬৭ লাখ টাকার বেশি। হারলেও অর্থপুরস্কার পাবে ভ্যাঙ্কুবার। তারা পাবে মেসিদের অর্ধেক অর্থ। অর্থাৎ দেড় লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি ৮৩ লাখ টাকার বেশি।
দলকে শিরোপা জেতানোর পেছনে ভূমিকা রেখে এমএলএস কাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হয়েছেন তিনি। ৬ গোল ও ৯ অ্যাসিস্টে শেষ করেছেন এমএলএস কাপ প্লে-অফ পর্ব। তার আগে প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টাইন তারকা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.