দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল (৩২), মো. হৃদয় (২১) এবং মো. শরীফ (২৮)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার, একটি চুরি হওয়া মোবাইল ফোন এবং এক জোড়া রুপার নুপুর।
পুলিশ জানায়, আবুল কালাম আজাদ আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির একটি বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি গত ২৭ নভেম্বর সকাল ১০টায় কর্মস্থলে যান। ওই দিন বিকেলে তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী বড়ো মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে বাসায় তালা দিয়ে বের হন। পরে বিকেল চারটার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, দরজার ছিটকিনি কাটা এবং আলমারি ভাঙা।
আলমারিতে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও এক জোড়া রুপার নুপুর চুরি হয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন ছিল প্রায় ৩ ভরি ১৪ আনা, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। রুপার নুপুরের মূল্য ধরা হয়েছে প্রায় ৫ হাজার টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৫ ডিসেম্বর আকবরশাহ থানায় একটি মামলা হয়।
মামলা রুজুর পর আকবরশাহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক ভরি ১০ আনা ওজনের স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, কানের দুল, চারটি আংটিসহ মোট দুই ভরি নয় আনা স্বর্ণালংকার। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.