বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেছেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল ধর্মাবলম্বীর ধর্মীয়, সামাজিক ও নাগরিক অধিকার পূর্ণভাবে সুরক্ষিত করা হবে। মুসলমান যেমন নির্বিঘ্নে মসজিদে নামাজ আদায় করবে, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষও কোনো ভয়ভীতি ছাড়াই মন্দিরে তাদের উপাসনা করতে পারবে। এমন বাংলাদেশ গড়া হবে যেখানে কোনো মন্দির, চার্চ বা মঠ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন, দেশের অতীত সরকারগুলো রাজনৈতিক স্বার্থে হিন্দু সম্প্রদায়কে বারবার ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও হিন্দু সম্প্রদায়ের প্রকৃত ভাগ্যোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। কিন্তু এবার হিন্দু ভাইবোনেরা সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে আগামী নির্বাচনে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ডা. ফজলুল হক বলেন, হিন্দু-মুসলিম আমরা সবাই এই দেশের সমান নাগরিক। কেউ কারো রক্তচক্ষুকে ভয় করবে না। একটি নিরাপদ, সাম্য ও মর্যাদাপূর্ণ সমাজ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
তিনি বলেন, যারা এতদিন রাষ্ট্র পরিচালনা করেছে তারা জনগণের কল্যাণ নয়, বরং নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। সন্ত্রাস, দখলদারি ও চাঁদাবাজির মাধ্যমে তারা সাধারণ মানুষসহ হিন্দু সম্প্রদায়কে শোষণ করেছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের নির্মূল করা হবে। দুর্নীতি, মাদকসহ সকল প্রকার অনাচার-অবিচার দূর করে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
তিনি এসব কথা বলেন আজ শনিবার (৬ নভেম্বর) রাত ৯টায় নগরীর ডিসি রোড সংলগ্ন ফুলতলা মেরিন সান স্কুল প্রাঙ্গনে ১৭নং পশ্চিম বাকলিয়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় ও উঠান বৈঠকে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নির্মল কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন, ওয়াহিদ চৌধুরী ও তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.