
দেশচিন্তা ডেস্ক: তরুণদের সামাজিক দায়িত্ববোধ ও পরিবর্তনের অঙ্গীকারকে সামনে রেখে তরুণ বাংলাদেশ এর উদ্যোগে আজ বাকলিয়া মিয়াখান নগর এলাকায় তরুণ বাংলাদেশের সভাপতি জায়েদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর সঞ্চালনায় “সুন্দর সমাজ চাই” শীর্ষক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় ইসহাকের পুলের উপর থেকে শুরু হয়ে মিয়াখান নগর প্রধান সড়ক হয়ে মানববন্ধন পরবর্তী র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিয়াখান সওদাগর পুলের উপর শেষ হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব খান বাবু বলেন, সমাজ পরিবর্তন শুধু সরকারের ওপর নির্ভর করে না—প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সহযোগিতাই একটি সুন্দর সমাজ গড়তে পারে। সমাজকে অপরাধমুক্ত করতে হলে সমাজের সকল শ্রেনী পেশার মানুষ এবং প্রশাসনকে এক কাতারে দাঁড়াতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাকলিয়া থানা বিএনপির নেতা আলহাজ্ব মো: জাহেদ হোসেন বলেন “মাদকমুক্ত সমাজ, ইভটিজিং বন্ধ, পরিচ্ছন্ন পরিবেশ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সেকান্দর আলম, সিনিয়র সদস্য হাজী মো: বেলাল। তারাও এমন আয়োজন সম্পর্কে একাত্মতা পোষণ করেন। সেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর এর নেতা ও বাকলিয়া বি এস ভয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হানিফ বলেন “যুবসমাজ এগিয়ে এলে সমাজে অন্যায়-অবিচার ও কুসংস্কার কমে যাবে। তারা নিয়মিতভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন ও র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দুল হক, সুমন, যুবদলের নেতা জাহিদ, ছাত্রদলের নেতা কাদের, ও তরুন বাংলাদেশের স্কুল গ্রুপ লিডার সাগর, মিম, শান্তা, আফসানা, রোজী, জান্নাতুল ফেরদৌস, মিলি, আলবিধা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ তরুণী ও শিক্ষার্থীরা অংশ নেন।










