দেশচিন্তা ডেস্ক: ইনভেস্টার আনতে পারলে চিনির মিলগুলো চালু হবে ও লাভজনক করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার চিনিকলগুলো বন্ধ করে দিয়েছে। চালু করার জন্য আমরা উদ্যোগ নিই। শুধু ভর্তুকি দিয়ে সরকারি খাত থেকে টাকা এনে এটা চালানো সম্ভব নয়। আমরা চাচ্ছি ইনভেস্টার আনতে, অগ্রগতি আছে।’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী লিমিটেডের ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে এই মৌসুমের সূচনা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মনিরুল ইসলাম।
এর আগে মিল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
এ মৌসুমে ৬৯ দিনে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৫ বছরে দেশকে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগছে। শিল্প প্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ চলমান রয়েছে। আমরা থাকবো না এর রেজাল্ট গুলো দেখবেন। আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে গুণগত ও মানগত বীজ উৎপাদন ও বর্ধমানের জন্য পরীক্ষামূলক খামার ও প্রগতিশীল কৃষকদের মাধ্যমে বীজ সেড স্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.