দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারালো বসুন্ধরা কিংস। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কিংস। দলের বড় জয়ে জোড়া গোল করেছেন দোরিয়েলতন। একটি করে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা জুনিয়র। গোলের দেখা না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন রাকিব হোসেন।
এদিন অবশ্য শুরুর দিকে জালের দেখা পেতে বেশ বেগ পেতে হয়েছে কিংসকে। ম্যাচের ৪২তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় তারা। ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব, লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।
যোগ করা সময়ে আরিক বিস্তার ভুলে ব্যবধান বাড়িয়ে নেয় কিংস। নেপালি ডিফেন্ডারের থেকে বল দখলে নিয়ে কিছুটা এগিয়ে বক্সে ঢুকে দোরিয়েলতনের শট অবশ্য প্রথম চেষ্টায় রুখে দিয়েছিলেন গোলরক্ষক ইসাক আলী। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন ফাহিম।
দ্বিতীয়ার্ধের শুরু ব্রাদার্সের জালে ফের বল জড়ায় কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে, বাইলাইনের একটু উপর থেকে কাট ব্যাক করেন রাকিব, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে। ৫৪তম মিনিটে চতুর্থ গোলটি হজম করে ব্রাদার্স। রাকিবের কাটব্যাক দখলে নিয়ে শট নেন সোহেল রানা জুনিয়র। ব্রাদার্সের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জড়ায় জালে। ২২ মিনিট পর দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজের জোড়া গোলটি তুলে নেন দোরিয়েলতন। ম্যাচের শেষদিকে জামাল ভূঁইয়ার কর্নারে মোজাম্মেল হোসেন নীরার হেডে সান্ত্বনার গোল পায় ব্রাদার্স। তাতে ৫-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কিংস। চলতি লিগ মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.