দেশচিন্তা ডেস্ক: অতীতের মতো আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি প্রেসে (বিজি প্রেস) ব্যালট ছাপানোর দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আমরা বলেছিলাম, কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে যেন ব্যালট ছাপানো না হয়। ইসি এই বিষয়ে দলটিকে আশ্বস্ত করে জানিয়েছে যে, তারা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে ব্যালট পেপার মুদ্রণের দায়িত্ব দেবে না।
ব্যালট পেপার ছাপানোর বিষয়ে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সাধারণত সরকারি প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার ছাপা হলেও, এবার এর বাইরেও ছাপানোর আলোচনার কথা শোনা গিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.