দেশচিন্তা ডেস্ক: জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় যতগুলো বডি-ওর্ন ক্যামেরা প্রয়োজন, ততগুলো কেনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একই সঙ্গে ফোনে আড়িপাতা নিয়ে যেসব সংস্থা অথরাইজড, তারাই আড়িপাতবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম, লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।
বডি ক্যামেরা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো নয় তা দেখে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। এছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি।
কতগুলো বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যতগুলো প্রয়োজন, ততগুলো কেনা হবে।
কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, তালিকাটা আপনাদের দিতে চাই না। কারণ, পরিস্থিতির সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তিত হতে থাকে। চূড়ান্তভাবে যখন করা হবে, তখন সেটা আপনাদের দেব।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কীভাবে নির্ধারণ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যেভাবে খবর দেন, সেভাবেই নির্ধারণ হয়।
ফোনে আড়িপাতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারাই আড়িপাতবে। যারা অথরাইজড নয়, তারা আড়িপাতবে না।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.