দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার দল উৎকণ্ঠায় রয়েছে। বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, সত্যিকারের দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ। আমরা তার সুস্থতা কামনা করছি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. তাহের এ কথা বলেন।
গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এ হাসপাতালটিতে।
আগামী দিনের রাজনীতি সামলাতে সব দলের মধ্যে আরো বেশি প্রাজ্ঞতা ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা ও শঙ্কায় আছি আমরাও। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে সব দলের মধ্যে আরো অনেক বেশি সমঝোতা ও ঐক্য প্রয়োজন।
আগামী দিনের রাজনীতি সামলাতে সবার প্রাজ্ঞতা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.