দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামে হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মোহাম্মদ কাঞ্চন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদের মুছাবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী কাভার্ডভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর অবস্থায় কাঞ্চনকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.