দেশচিন্তা ডেস্ক: মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল ইন্টার মায়ামি। ফাইনালে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা তাদেও অ্যালেন্ডে। এদিকে ম্যাচে মেসি একটি অ্যাসিস্ট করেছেন।
ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে অ্যালেন্ডের গোলে লিড পায় তারা। দ্বিতীয় গোলটিও তার পা থেকেই আসে ম্যাচের ২৩তম মিনিটে। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন।
এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি। যা ইতিহাসে মেসির ৪০৫তম অ্যাসিস্ট।
এদিকে ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে অ্যালেন্ডে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জেতে মায়ামি। তার পাশাপাশি মায়ামি এমএলএস কাপের ফাইনালে পা রাখল।
মায়ামিতে মেসি যোগ দেয়ার পর একের পর এক শিরোপা জিতেই চলেছে ক্লাবটি। ২০২৩ সালে লিগস কাপ এবং তার পরের বছর সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.