দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও খলিফাপাড়ার ঐতিহ্যবাহী শফি মুন্সী জামে মসজিদের সম্প্রসারণ, সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএইুএর প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক। মসজিদ কমিটি জানিয়েছে, এই অনুদান মসজিদের কাঠামোগত উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত শুক্রবার (২৮ নভেম্বর) খলিফা পাড়াবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ্ব ইয়াকুব সৈনিককে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ‘এলাকার প্রকৃত উন্নয়ন-অনুরাগী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সংবর্ধনা শেষে নিজের অনুভূতি প্রকাশ করে আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেন, “খলিফা পাড়া আমার জন্মভূমি, আমার শেকড়। এই এলাকার মানুষের কল্যাণে ব্যয় করা আমার দায়িত্ব। মসজিদ আল্লাহর ঘর-এর সেবা করার সৌভাগ্য আল্লাহ যাকে দেন, সে-ই ধন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি এ এলাকার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকব।” মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মানিক বলেন, “ইয়াকুব সৈনিক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও সমাজ কল্যাণমূলক সংগঠনকে সহযোগিতা করে আসছেন। তিনি প্রকৃত দানবীর। তার এই অনুদান আমাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি কে এম জসিম উদ্দিন, সমাজসেবক ডা. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ জহুর, মোঃ মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন এবং ইয়াকুব সৈনিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.