দেশচিন্তা ডেস্ক: ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এডভয় বাংলাদেশ-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটি এবং চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিকে নিয়ে এক ফলপ্রসূ লাঞ্চ মিট-আপ অনুষ্ঠিত হয়, ২৯ নভেম্বর ২০২৫, শুক্রবার। উচ্চশিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্ভাব্য একাডেমিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে গঠনমূলক আলোচনা হয়।
আলোচনায় কেন্ট স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাভেদ আই. খান ও ম্যানেজার অব অ্যাডমিশনস জিশান আনশারি। প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর সাদাত জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন এডভয় বাংলাদেশ-এর হেড অব স্টুডেন্ট রিক্রুটমেন্ট মি. শোভন কর্মকার।
মিট-আপে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একাডেমিক সহযোগিতা, ছাত্রভর্তি এবং যৌথ উদ্যোগসমূহের সম্ভাব্য দিক নিয়ে সুদীর্ঘ আলোচনা করেন। বৈঠকে কেন্ট স্টেট ইউনিভার্সিটি প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যৎ অংশীদারত্বের নানা সম্ভাবনা তুলে ধরে।
আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, অদূর ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। এই এমওইউ-তে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং গ্র্যাজুয়েট অ্যাডমিশন সহযোগিতার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এডভয়ের এই উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.