দেশচিন্তা ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি সবসময় জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচন এলেই শুধু কর্মসূচি নয়—বিএনপি বহুদিন ধরে মানুষের কল্যাণে মাঠে-ঘাটে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।
শুক্রবার (২৮ নভেম্বর) নগরের আরফিন নগর মাঝেরঘোনা এলাকার দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহযোগিতায় ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ব্যবস্থাপনায় কয়েকশ’ মানুষকে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
বায়েজিদ এলাকার চিত্র তুলে ধরে মীর হেলাল বলেন, এই এলাকা এখনো সমন্বিত উন্নয়ন থেকে বঞ্চিত। অবৈধ সরকারের ১৭ বছরে এখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কসহ কোনো খাতেই উন্নয়ন হয়নি। আগামীতে স্বাস্থ্য সেবাসহ পুরো বায়েজিদ ও আশপাশের এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকনের সঞ্চালনাযয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আজগর, জাহাঙ্গীর আলম বাবু, যুবদল নেতা আবদল কাদের জুয়েল, আবদুর রশীদ টিটু সেচ্চা সেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, আবু সফিয়ান সুমন, নাজমুল হাসান সেলিম, মামুনুর রশীদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.