দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ‘বাংলার মুখ’ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলরের নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। ‘বাংলার মুখ’ সাংস্কৃতিক সংগঠনের নবগঠিত কমিটি ও ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন কেক কেটে উক্ত অনুষ্ঠানের সুচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উম্মে হাবিবা আঁখি, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইফুর আলম বাবু, বাংলার মুখ সংঠনের সভাপতি সুবীর বড়ুয়া, সহসভাপতি নারায়ন চন্দ্র দাশ, মোঃ শফিউল আজম, মোঃ ইকবাল হোসেন জনি, শিপন দাশ, সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্রারুল হক আরিফ, আলাউদ্দিন ভুইয়া মাহের, জহির উদ্দিন রাজু, মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ দপ্তর সম্পাদক মোঃ জুয়েল, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ মাহবুবুল হক সোহেল এবং ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। ‘বাংলার মুখ’ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মতো তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবিরাম ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অপ্রতিরোধ্য গতিতে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তিনি ‘ক্ষুধা ও দারিদ্যমুক্ত বাংলাদেশ’ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিখাদ দেশপ্রেম - সততা- সর্বদক্ষতা ও জবাবদিহিতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা, সৃজনশীলতার কারণেই তিনি আজ বিশ্ব নন্দিত এবং যুগ পরিবর্তনে অসাধারন আলোকবর্তিকা। অবশেষে প্রধান অতিথি কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.