দেশচিন্তা ডেস্ক: হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগুন লাগার একদিন পর ১৬ তলা থেকে জীবিত এক পুরুষকে উদ্ধার করা হয়েছে।
হংকংয়ের সরকারি সম্প্রচার মাধ্যম আরটিএইচকে’র বরাত দিয়ে সিএনএন জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার একদিন পর ওয়াং তাই হাউসের ১৬ তলা থেকে জীবিত একজনকে উদ্ধার করা হয়েছে।
দমকল বিভাগের স্থানীয় সময় রাত ৮টার সবশেষ তথ্যানুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। এছাড়া দমকল বাহিনীর ১০ সদস্য আহত হয়েছেন।
সিএনএন বলছে, হংকংয়ের গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। এখনো শতাধিক বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।
হংকংয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, আবাসিক এই কমপ্লেক্সে উল্লেখযোগ্য সংখ্যক প্রবীণ বাসিন্দা থাকেন। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজ বাসিন্দাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে গোটা কমপ্লেক্স। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকল বাহিনী।
আগুন নেভাতে মোতায়েন করা হয় প্রায় হাজার খানেক দমকলকর্মী। অভিযান চালিয়ে ভবনগুলো থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।
তাইপোর আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে কয়েকটি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট ছিল। এই এলাকায় ৪ হাজার ৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করতেন। এর আগে ১৯৯৬ সালে হংকংয়ের কোউলুন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জন প্রাণ হারান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.