
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম নবাগত চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মহানগরী আমীর নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। তিনি চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক শান্তি-সম্প্রীতি রক্ষায় প্রশাসনের গঠনমূলক ভূমিকার রাখার উদাত্ত আহ্বান জানান।
এইসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ










