দেশচিন্তা ডেস্ক: হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদের দায়িত্ব পেয়েছেন ড. মো. আতিকুস সামাদ। অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে আইন বিচার প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিতেই তার এই নিয়োগ।
বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি ১৯ মার্চ ২০২৩ সালে সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে বাগেরহাটে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। একইসঙ্গে তিনি এর আগে প্রায় তিন বছর রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।
আইন অঙ্গনে তার দীর্ঘদিনের নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার ফলস্বরূপ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে সহকর্মীরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.