
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় পুলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারা দায়িত্বশীলভাবে কাজ করলে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। তিনি বলেন, পুলিং এজেন্টদের দৃঢ় মনোবল, সতর্কতা ও সংগঠিত অবস্থান দাড়িপাল্লার বিজয়সহ সঠিক গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে সহায়তা করবে।
২৬ নভেম্বর বিকালে হালিশহর থানার পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নির্বাচনের দিনে পুলিং এজেন্টরা ভোট গ্রহণের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ নজরদারি ও সহায়তার কাজ করেন, তাই তাদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অত্যন্ত প্রয়োজন।
বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন পরিচালক এবং হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী সবুজ। তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিং এজেন্টদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিং এজেন্টদের ধৈর্য, সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন।
সঞ্চালনা করেন আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও পাহাড়তলী থানা আমীর নুরুল আলম।
মাস্টার ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের মজলিশে শুরার সদস্য ও বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ। তিনি পুলিং এজেন্টদের করণীয়, আচরণবিধি এবং নির্বাচনী দিনের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং শেখ জুবায়ের। বক্তারা বলেন, দায়িত্বশীল, সচেতন ও নীতিবান পুলিং এজেন্ট প্রস্তুত করা একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে অপরিহার্য। তারা নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।










