আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাউলদের ওপর হামলাকে ন্যক্কারজনক বললেন মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: বাউলদের ওপর উগ্রধর্মান্ধরা হামলা চালিয়েছে মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমি মনে করি বাউলদের ওপরে হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটি বাংলাদেশের আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি, আমাদের বাউলরা মাঠে-ঘাটে প্রান্তে গান গেয়ে বেড়ান। তাদের ওপরে হামলা এটি একটি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এ ধরনের হিংসা প্রতিহিংসার পথ বেছে নেওয়া ঠিক নয়। কারো জন্য সমীচীন নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা শহরে অনেক বস্তি আছে। তার মধ্যে কড়াইল সবচেয়ে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে। দরিদ্র এবং নিঃস্ব মানুষ। দরিদ্র মানুষগুলোর জন্য চরম আঘাত। সরকারের কাছে দাবি করছি, সরকার যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে।’

তিনি আরও বলেন, ‘যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি। এগুলোতে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা এবং আইন না মেনে চলার বিষয়ে কিছুটা গাফিলতি থাকে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি কার্যালয়টি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ