দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত হোল্ডিং ট্যাক্স সম্মাননাপত্র ও সেরা করদাতা পুরস্কার অর্জন করেছেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের। নিয়মিত কর প্রদান ও স্থানীয় উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চাতুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার। তিনি আবু তাহেরের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
আবু তাহের বলেন, নিয়মিত করদাতাদের এ ধরনের স্বীকৃতি প্রদান করলে দেশের মানুষ আরো কর প্রদানে উৎসাহিত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড আরে বেগবান হবে। এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীলভাবে কর প্রদান ও সামাজিক উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.