দেশচিন্তা ডেস্ক: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে পুলিশ সুপার (এসপি) নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। তবে মেধাবীরা কেউ বাদ পড়েননি। লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি। লটারিতে কে কোন জেলায় যাবে সেটা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসপি নিয়োগে লটারি কীভাবে হলো– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি করেছি। এটা জেলার আয়তনের বেসিসে করা হয়নি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জেলাগুলো নির্ধারণ করে আমরা এসপিদের নির্ধারণ করেছি কাকে কথায় দেব। প্রথমে আমাদের টোটাল এসপি ছিল ৬৪ জেলায় ৬৪ জন। এ থেকে আমরা ১৮ জন উঠিয়ে এনেছি। আর ১৮ জনের জায়গায় আমরা নতুন করে দিয়েছি। আর যারা পুরোনো ছিল ওখানেই… তারপর লটারি করে যে জেলা যার কপাল আছে তার সে জেলা পড়েছে।
মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছে কি না– জানতে চাইলে তিনি বলেন, মেধাবীগুলো আগে বেছে নিয়েছি। মেধাবী কেউ বাদ পড়েনি, মেধাবীদের ভেতরে তো লটারি হবে না। লটারিতে তো মেধাবী নির্ধারণ হয়নি। লটারিতে নির্ধারণ হয়েছে কে কোন জেলায় যাবে সেটা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.