আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালকে পরিবর্তন করে দলের দুঃসময়ের ত্যাগী নেতা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালমিছিল হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারহাট বাজারে এ মশালমিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হতে ইচ্ছুক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হকের অনুসারী ও বিএনপির তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ১৪ নভেম্বরও নেতা-কর্মীরা একই দাবিতে উপজেলার চৌধুরীহাট ও সরকারহাটে সড়ক অবরোধ করেছিলেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালকে প্রার্থী ঘোষণা করে দল।

মশালমিছিলের আগে সরকারহাট বাজার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুন্নবী তালুকদার। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ, জাকের হোসেন চেয়ারম্যান, এম ইলিয়াস আলী প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এস এম ফজলুল হক অনেক ত্যাগ স্বীকার করেছেন। ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন। তবু কোনো আপস করেননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ