দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে গেছি। অনেক দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, অতীতে আমাদের চাইতেও পিছিয়ে ছিল। কিন্তু বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ প্রতিটি খাতে তারা আমাদের তুলনায় অনেক এগিয়ে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী ভারত সহ মালেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এর উৎকৃষ্ট উদাহারণ। দুর্নীতি-দুঃশাসন ও দেশপ্রেমের অভাব আমাদের পিছিয়ে পড়ার একমাত্র কারণ। এদেশের সাধারণ মানুষ দিন দিন গরীব হচ্ছে। আরা যারা শাসক শ্রেণী, লুটেরা শ্রেণী তারা জনগণের পকেট কেটে সম্পদের পাহাড় গড়েছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণকে প্রজা বানিয়ে তারা দেশের রাজা বনে গিয়েছিল। সে ধারার বিপরীতে বিএনপি জনগণের জন্য একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়। জনগণ মেন্ডেট নিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপির নেতাকর্মীদের নয়, জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ১৬নং চকবাজার ওয়ার্ডের চন্দনপুরা ও কলেজ রোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপূর্বে তিনি চন্দনপুরা জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তিনি আরও বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এ দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখের নির্ভরতার স্থানও। জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য। দেশের সংকটময় মুহূর্তে বিএনপি কখনো জনগণকে একা ফেলে যায়নি। দুর্যোগে মানুষের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে, নিরাপত্তার ঢাল হয়ে দায়িত্ব পালন করেছে। সাধারণ মানুষের সঙ্গে মাটি ও মানুষের দল হিসেবে বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও কল্যাণমূলক সমাজ গঠনে কাজ করছে বিএনপি। তাই বিএনপি ক্ষমতায় এলে সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়ন হবে।
চন্দনপুরা ইউনিট বিএনপির সভাপতি মো শওকত এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া, বিএনপি নেতা খাজা আলা উদ্দিন, হেলাল চৌধুরী, নকীব উদ্দিন ভূইয়া, খালেদ সাইফুল্লাহ, সেলিম সিদ্দিকী, জাহেদুল হক জাকু, এম, এ হালিম বাবলু। বক্তব্য দেন গিয়াস উদ্দিন ভূইয়া, নাজমুল হক নাজু, মো আবু সালেহ, জসিম উদ্দিন, মো জসিম বাদশা, মো. হাসনাত মাসুদ, মোহাম্মদ হাফেজ আহাম্মদ, মো. ওসমান, মনসুর আলম, এরশাদ, মিন্টু, ফজলে আতাহার বাবু, মো গফুর, মো. কালাম, মিজান, মালেক, বাবলু, সোবহান, বাপ্পি, রনি,শাহীন, জসিম, জলিল, হুমায়ুন, ইকবাল, শামীম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.