আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে : মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রথম ও মধ্যবর্তী সময়ের নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে করে নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। এখন এমন কোনো অবস্থা নেই যেখানে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা হওয়ার সম্ভাবনাও নেই।’

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেয়া হয়েছে। তারা ভাল মনে করেছে দিয়েছে। এটা আমরা দেখব।’

দলের অভ্যন্তরীণ প্রত্যাশা ও প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল; নদীর মতো। এখানে একেকটি আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকে। কিছু সমস্যা হবেই, বরাবরই হয়ে আসছে। এতে কোনো অসুবিধা নেই। বরং এতে বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।’

মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মখদুম সাব্বির মৃদুলসহ জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ