দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরেণ্য সমাজসেবক, নিঃস্বার্থ নেতৃত্বের প্রতীক শফিউল আলমকে বিজয়ী করার দায়িত্ব আজ আমাদের কাঁধে। ঐক্য, শৃঙ্খলা এবং পরিশ্রম - এই তিন শক্তি নিয়ে আমরা মাঠে থাকলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
সোমবার সন্ধ্যায় বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলমের সমর্থনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই শহর, এই মানুষ, এই মাঠ আমাদের চেনে। জামায়াতের নেতৃত্ব কখনোই ক্ষমতা নয়, মানুষের কল্যাণকে লক্ষ্য করেছে। শফিউল আলম সেই ধারারই যোগ্য প্রতিনিধি। দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারই তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। ইনশাআল্লাহ, আমরা যদি দায়িত্ব, নিষ্ঠা ও ত্যাগের সাথে মাঠে থাকি, তাহলে আগামী নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বিজয় আমাদেরই হবে।
নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু তালেব চৌধুরী, সদরঘাট থানা আমীর এম এ গফুর, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেল বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, ছাত্রশিবির বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম জামায়াত নেতা আব্দুল্লাহ রাসেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.