দেশচিন্তা ডেস্ক: উত্তর চট্টলার দানবীর আলহাজ্ব সৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৪ তম মৃত্যুবার্ষিকী উদযাপন করে রাউজানের নোয়াজিষ্পুর অদুদ স্মৃতি সংঘ। এ উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার অদুদ স্মৃতি সংঘের সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলী সিকদার, মুহাম্মদ হানিফ সিকদার, ফতেনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দি, অদুদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আব্দুস শাকুর, অদুদ স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন চৌধুরী, সহ সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন কাজী হুমায়ুন কবির, কাজী মারুফ, মনসুর চৌধুরী, তানবির চৌধুরী, সেফায়েতুল করিম চৌধুরী, সাকিব চৌধুরী, তাওহিদ আলম আবির, আশরাফুল আলম, মোহাম্মদ সামির সিকদার, ফাহিম মুনতাহির জয়নাল, বাবু কৃষ্ণমণি আচার্য্য, নকুল কুমার নাথ, মনির সিকদার, সোহেল সিকদার, রাহী সিকদার, ইমতিয়াজ সিকদার, মুনতাসির আলম সিকদার, জোবায়ের সিকদার প্রমুখ।
বক্তারা দানবীর সৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন এবং তা নতুন প্রজন্মের কাছে তুলা ধরার আহবান জানান।
এরপর অদুদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত দানবীর আব্দুল অদুদ চৌধুরীর প্রতিকৃতি এবং কবর প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন অদুদিয়া ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.