দেশচিন্তা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের–ই–বাংলা নৌঘাঁটিতে নৌবাহিনীর বি–২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন মোহাম্মদ নাজমুল হাসান।
তিনি বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের যেকোনো সংকটে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করে এসেছে। নির্বাচনকালীন দায়িত্বেও সেই সমন্বয় বজায় থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।’
২২ সপ্তাহের সামরিক ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে ৪১৭ নবীন নাবিক আজ আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হন। সকালে বাদ্যযন্ত্রের তালে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান।
তিনি নবীনদের উদ্দেশে পেশাগত সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো তিন নবীন নাবিকের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান।
সমাপনী কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ সামগ্রিক উৎকর্ষতার জন্য ‘নৌপ্রধান পদক’, মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকারী মো. হাসান আলী ‘শের–ই–বাংলা পদক’ পান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.