দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল ও গণসমাবেশ করেছে ‘বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন, চট্টগ্রাম’। এতে বক্তারা বন্দর রক্ষায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকা অবরোধ কর্মসূচিতে পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেছেন, দেশের সম্পদ চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেই। জনমত উপেক্ষা করে গায়ের জোরে অন্তর্বর্তী সরকার দেশের সম্পদ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, এই খেলা তাদের বন্ধ করতে হবে। অন্যথায় চব্বিশের গণঅভ্যুত্থানের মতো সর্বস্তরের জনতাকে রাজপথে নেমে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আমতল মোড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি রুপম কান্তি ধর, সাংস্কৃতিক সংগঠক শিমুল সেন, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিকী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি কাজ করার কথা ছিল। বিচার, সংস্কার ও নির্বাচন। কিন্তু গত ১৫ মাসে দেখা গেল, সরকার পুরো উল্টোপথে হাঁটছে। পতিত সরকারের মতো তারাও জনমতের কোনো তোয়াক্কা করছে না। চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ ঘাঁটি গাড়তে চায়। সেই ঘাঁটি গাড়ার অন্যতম পদক্ষেপ বন্দর ইজারা দেওয়া। এই বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।
তারা বলেন, চট্টগ্রাম বন্দরসহ জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। কিন্তু গণদাবি উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। বন্দর ইজারা দেওয়ার তোড়জোড় দেখে মানুষের ধারণা হয়েছে, সুযোগ পেলে তারা বোধহয় পুরো দেশটাকেই বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে দিত। বিদেশি নাগরিকদের এনে ইন্টেরিম সরকারের বিভিন্ন পদে বসানো হয়েছে। তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। বরং তারা তাদের প্রভু বিদেশিদের স্বার্থরক্ষায় ব্যস্ত বলে মনে হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দর এদেশের জনগণের সম্পদ। জাতীয় সম্পদ নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন। এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি করা যাবে না। বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারী দিয়ে এনসিটি পরিচালনা করতে হবে। লালদিয়ার চর ও পানগাঁও নিয়ে করা চুক্তি বাতিল করুন। আপনারা যারা এদেশের সম্পদ নিয়ে চক্রান্তে মেতেছেন, আপনাদের জনগণ জাতীয় স্বার্থবিরোধী হিসেবে চিহ্নিত করে রাখছে। একদিন আপনাদের আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। জনমতকে অগ্রাহ্য করবেন না। অন্যথায় চব্বিশের গণঅভ্যুত্থানের মতো জনতা রাজপথে নেমে তাদের সম্পদ রক্ষা করবে।
বক্তারা আগামী বুধবার (২৬ নভেম্বর) স্কপের ডাকা অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এরপরও সরকারের বোধোদয় না হলে দাবি আদায়ে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.