দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে, এজিএস ফ্যামিলের ব্যবস্থাপনায় আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, সৃষ্টির ওপর যেমন সষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি পবিত্র রমজানে এর সওয়াব আরো বেশি, এ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত এবং যাপিত জীবনে তার চর্চা করা। তাই প্রত্যেক মুমিন-মুসলিমকেই এ ব্যাপারে অধিক মনোযোগী হওয়া উচিত, আর সে অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। কোরআনের চর্চা করার জন্য পবিত্র এ মাস হচ্ছে উপযুক্ত সময়। কোরআন তেলাওয়াতের ফজিলত অসীম। মহান রবের কালাম তেলাওয়াতের ফলে হৃদয়ের অপবিত্রতা দূর হয়। হৃদয়ে প্রভুর ভালোবাসা বৃদ্ধি পায়। মুক্তি মেলে ইহকালে-পরকালে।
চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাব হলে ১৭ মে বিকেলে আয়োজিত মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠানে লায়ন সিতারা গফফার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গর্ভনর আমিনুল হক বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর জাফর উল্লাহ তালুকদার, আলহাজ্ব সালামত আলী, নাঈমুল কাদের চৌধুরী হিমেল। বক্তব রাখেন- বাংলাদেশ প্রিন্সিপাল ইউসুপ হানবী, নবী হোসেন, এড. নাসির উদ্দীন রনি, এড. নাসরিন আক্তার চৌধুরী, আহসানুল হক, ইকবাল মুন্না। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন সিরাজুল হক আনছারী, ইকবাল আহমদ, সাইফুল বারী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.