দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে রেললাইনের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং নতুন বাজার পাড়া নামক এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
চকরিয়া থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের ওপরসহ আশপাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি।
এরপর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।’
তিনি আরো বলেন, ‘এটি কি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা পরিচয় শনাক্ত এবং তদন্তের আগে বলা যাচ্ছে না। তাই পরিচয় শনাক্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.