আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবি শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলার ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলমাস মাহমুদ রাফিদকে মারধরের ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার (২৩ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশ দেন। শোকজ চিঠিতে সাক্ষর করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

শোকজ চিঠি পাওয়া তিন নেতা হলেন- শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত, এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম।

শোকজ চিঠিতে ওই তিন নেতার নাম উল্লেখ করে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থাকাকালীন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাতে দুই নম্বর গেট এলাকার চারুকলা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলমাস মাহমুদ রাফিদকে ছাত্রদলের ২০-৩০ জন নেতাকর্মী মারধর করে। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তিনি জানান, তাকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়ার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ