দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রাহমান বলেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআ'লা এক, নবী এক, পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজে আমাদের মাঝে কোন ভিন্নতা থাকবে না ইনশা আল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।
আজ চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমীর মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান মুফাস্সির ছিলেন মাওলানা মাইমুনুল হক।
জামায়াতের আমির বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। আর সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের চাত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছেন।
তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মাঝে ফায়সালা হবে ইনশা আল্লাহ । এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্ত চক্ষুকে ফরওয়া করা যাবে না। একমাত্র আল্লাহ তাআ'লাকে ফরওয়া করতে হবে। আর কাউকে ফরওয়া করা যাবে না।
জামায়াতের আমির বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন।
আল্লাহ তাআ'লার জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সাথে থাকবেন। আমরা এক সাথে থাকবো ইনশা আল্লাহ। আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।
আমরা দলকে বিজয় করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোন শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরী করতে না পারে। আল্লাহ কসম আমরা কোন দলেকে বিজয় করতে চাই না। আমরা আল্লাহর দীনের বিজয়ী চাই, জনগণের বিজয় চাই। এই মজলুম জনগণ আর যেন জুলুমে স্বীকার না হয়। আল্লাহ কাছে সেই দোয়াই করছি।
এর দুপুর ৩ টায় হেলিক্যাপ্টর যোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণ করেন। এসময় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান। এসময় জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমির আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল অলম চৌধুরী,
উত্তর জেলা জামায়াতের সেত্রেটারি আব্দুল জব্বার,দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠিনক সম্পাদক ও চট্টগ্রাম- ১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, নগর ছাত্র শিবির উত্তরের সভাপতি তানভীর হোসেন জুয়েল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা আবু নাসের, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.