দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, সকলের সর্বাত্মক সহযোগিতা নিয়ে একটি সুখী, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। তিনি ১০ই মে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বিকেল ৪টায় হাতিয়া ছাত্র-যুব পরিষদের বার্ষিক সভা ও ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন। প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, বর্তমানে যুব সমাজ ও তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কাজ হবে সেই মূল্যবোধ ও নৈতিকতা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাওয়া। দেশের কিশোর, যুবকরা আজ চরম ক্রান্তিলগ্নে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশ এই তরুণ ও যুবকদের সুন্দর ও মানবিক মূল্যবোধের চেতনায় গড়ে তোলা। আর সেই লক্ষ্যেই আমি সব সময় কাজ করে যাচ্ছি। আর এ কাজে আপনারা হাতিয়া ছাত্র-যুব পরিষদের সর্বাত্মক সহযোগিতা আমার একান্ত কাম্য। সর্বশেষ আ.জ.ম নাছির উদ্দিন বলেন এক শ্রেণীর মানুষ আজ ধর্মের অপব্যবহার করে মানবতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের স্বোচ্চার থাকতে হবে।
এতে হাতিয়া জনকল্যাণ সমিতি, চট্টগ্রামের সভাপতি মাহমুদ আলী রাতুল বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়া স্বত্ত্বেও এখানকার মানুষ নোয়াখালীর অন্যান্য এলাকার সবার চাইতে অনেক বেশী শিক্ষিত ও আধুনিক। শত প্রতিকূলতা পেরিয়ে যারা আজ চট্টগ্রামে চষে বেড়াচ্ছেন তাদের উচিৎ হবে নিজের জন্মস্থানের দিকে ফিরে তাকানো। হাতিয়ার বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সব সময় স্বোচ্চার থাকার আহবান জানিয়ে তিনি বলেন, হাতিয়ার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত সংগঠন একেকটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। এর ফলে অদূর ভবিষ্যতে আমরা আমাদের হাতিয়াকে একটি শান্ত ও আধুনিক মডেল দ্বীপ হিসেবে পেতে পারবো। প্রধান আলোচকের বক্তব্যে চ.বি’র আরবী বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের যুব সমাজের করণীয় বর্জনীয় বিষয় ও রমজানের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করেন। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানীগণ রমজানের যে সুফল আলোকপাতের মাধ্যমে তা তুলে ধরেছেন। তিনি যুব সমাজকে সন্ত্রাস ও মাদকাসক্তির মরণব্যাধি থেকে আত্মরক্ষা করে আদর্শিক ও নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ, আইল্যান্ড সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে সামাজিক সাম্যতা বজায় রাখার আহ্বান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তাগিদ দেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ মুনির। সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় ও সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসা গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন, চট্টগ্রাম রেড ক্রিসেন্টের বিভাগীয় সভা পরিচালক আজরুল সাফদার, ছাত্র-যুব পরিষদের উপদেষ্টা এড. মাহবুব ইসলাম, আবদুর রহিম কাজল, ইউসুফ উদ্দিন, জিয়াউর রহমান জিয়া, আশরাফ উদ্দিন, নিজাম উদ্দিন, নুর উদ্দিন সুজন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ মুনির, সহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.