দেশচিন্তা ডেস্ক: দেশের মানুষ সব দলকেই দেখেছে কিন্তু ইসলামকে দেখেনি। এবার ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য তারা অধীর আগ্রহে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতিমঞ্চে এক জনসভায় এ কথা বলেন রেজাউল করীম।
এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় হলে চাঁদাবজির বন্ধের পাশাপাশি মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি পাবেন। টাকা পাচারকারী, মানুষ হত্যাকারী এবং দেশকে জিম্মি করে যারা বিদেশিদের দালালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
রেজাউল করীম বলেন, ‘টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে পাচার করেন। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.