আজ : বুধবার ║ ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

জেলের জালে উঠে এলো ১৮ কেজির দুটি কোরাল, বিক্রি ১৮ হাজার টাকায়

দেশচিন্তা ডেস্ক: বরগুনার তালতলীর পায়রা নদীতে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোরে তালতলীর বড় অঙ্কুজানপাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীতে মাছ দুটি জেলের জালে ধরা পড়ে। পরে তালতলী বাজারে খোলা ডাকের মাধ্যমে ১৮ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়।

বড় অঙ্কুজানপাড়ার জেলে সাগর মাঝি বলেন, ‘ভোরে পায়রা নদীতে আমি জাল ফেলি। পরে জাল তোলার সময় বড় দুটি কোরাল মাছ দেখতে পাই। পরে তালতলী বাজারে মাছ দুটি নিয়ে গেলে ১৮ হাজার টাকায় খোলা ডাকে বিক্রি হয়।’

এ বিষয়ে তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী হারুন তালুকদার জানান, ‘পায়রা নদীতে গত দুই বছরের মধ্যে এত বড় কোরাল মাছ ধরা পড়েনি। এর আগে সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজির কোরাল মাছ ধরা পড়েছে। মাছ দুটির জন্য অনেক ক্রেতা থাকায় জেলে সাগর মাঝি সর্বোচ্চ দাম পেয়েছে।’

মাছ দুটির ক্রেতা পাইকার রাসেল বলেন, ‘নদীর কোরাল খেতে খুবই সুস্বাদু হয়। মাছ দুটি সংরক্ষণ করা হয়েছে। এখনো কোনো ক্রেতা পাইনি। যদি বিকেলের মধ্যে ক্রেতা না পাওয়া যায় তাহলে ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ