দেশচিন্তা ডেস্ক: প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিকরা। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল।
এদিন থাইল্যান্ডের প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ। রেইডার শ্রাবণী মল্লিক চোট নিয়ে মাঠ ছাড়লে চিন্তার ভাঁজ পড়ে স্বাগতিক শিবিরে। তবে কয়েক মিনিট পর অবশ্য সুস্থ হয়ে মাঠে ফেরেন তিনি। বিরতির আগে এক রেইড থেকে দুই পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের ব্যবধান বেড়ে হয় ১৪-১২।
দ্বিতীয়ার্ধেও আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন শ্রাবণী মল্লিক। একের পর এক রেইড দিয়ে বাংলাদেশ দলকে পয়েন্ট এনে দেন তিনি। শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে শেষ হাসি হাসে বাংলাদেশ দল।
একই দিন সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ইরান। নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়েছে তারা। এর আগে গতকাল উগান্ডাকে ৫১-১৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.