দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আগামী নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে লড়াই করছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব। ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দেয়ার একমাত্র উপায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারলেই গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে। জনগণের মেন্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রের সকল অসঙ্গতি দূর করে তারেক রহমান এর নেতৃত্বে আমরা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানাধীন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপূর্বে তিনি আন্দরকিল্লা কদমমোবারক জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হেদায়াতুল ইসলাম এর কবর জেয়ারত করেন।
তিনি আরও বলেন, ধানের শীষ সমৃদ্ধি ও সম্প্রীতির প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় জয়ী হতে পারলে দেশনেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে ব্যাহত করার জন্য দেশ-বিদেশী ষড়যন্ত্র চলমান রয়েছে। পলাতক স্বৈরাচার ও রাষ্ট্রবিরোধী শক্তি তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে যেতে না পারে। এই ষড়যন্ত্র রুখতে হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না। অতীতেও দুর্যোগ-দুর্বিপাকে জনগণই সিদ্ধান্ত নিয়েছে। আগামীতেও জনগণই জয়ী হবে, গণতন্ত্র জয়ী হবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, সদস্য খোরশেদ আলম, আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, হেলাল চৌধুরী, মো. আজাদ, আবু আহম্মদ চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুর, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাব্বির আহম্মেদ। বক্তব্য রাখেন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির য্গ্মু আহবায়ক কলিম উদ্দিন চৌ, আব্দুল আজিজ, জিয়াউদ্দিন চৌধুরী, এম. এ হামিদ, গিয়াসউদ্দিন ভূইয়া, ইলিয়াছ শেকু, আজগর আলী, মঞ্জুর আলম, নুরুল আলম, মো. সেলিম, প্রশান্ত কুমার পাণ্ডে, জাহাঙ্গীর রেজা, জসিমউদ্দিন, গোলজার হোসেন, খালেদ সাইফুল্লাহ, মাঈনুদ্দিন, নুরনবী, আব্দুল নবী, রমজু মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.