দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “অতীতে জামায়াতে ইসলামীকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু মাত্র পাঁচ দিনও তা টিকিয়ে রাখতে পারেনি। বরং জনতার শক্তিতেই তারাই এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে দেশপ্রেমিক প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে বাংলাদেশে আর কোনো সময় স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের দাইমারখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক রফিক উদ্দিন ও সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ডা. মাহবুবুর রহমান, নুরুল আলিম সিকদার ও আবু তাহের কোম্পানি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.