দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না।’
তিনি বলেন, ‘জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে এমন অপপ্রচার চালানো হচ্ছে। ভয়-ভীতি, টাকার খেলা ও অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না।’
নির্বাচন সফল করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম। অন্যান্য বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করে ‘একটি নতুন রাষ্ট্র’ গড়ে তুলতে চায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.