
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদেশী অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিল্লাপাড়া বসন্ত পুকুর পাড় ও জৈনক কাশেম ডেকোরেশনের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ছদাহা ৮নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মিনারুল আলম (২৫) ও আবুল কাশেমের ছেলে মো: তারেক (৩২)
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ১টি শুটারগান ও ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.