দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।
দুদক সূত্রে জানা যায়, আশেক উল্লাহর নামে মোট ৬.২৭ কোটি টাকার সম্পদ, যার মধ্যে বৈধ উৎস পাওয়া গেছে ২.৩৪ কোটি টাকা। ফলে ৩.৯২ কোটি টাকা অবৈধ সম্পদ হিসেবে চিহ্নিত হয়।
এ ছাড়া ১৪টি ব্যাংক হিসাবে তার মোট লেনদেন হয়েছে ৭৫.৪৬ কোটি টাকা, যা দুদকের মতে অত্যন্ত সন্দেহজনক।
তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২)/৪(৩) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।
একই সঙ্গে সাবেক এমপির স্ত্রী সাহেদা নাসরীনের নামে ৫৭.৫২ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়ায় দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.