দেশচিন্তা ডেস্ক: হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যােগে দুইদিনব্যাপী (১৯-২০ নভেম্বর ২০২৫) উদ্যোক্তা মেলা-২০২৫ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চবি বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয়। এতে তরুণরা তাদের ব্র্যান্ড, পণ্য ও সৃষ্টিশীল কাজ প্রদর্শন করেছেন। ফিতা কেটে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উক্ত মেলায় ছিল ৩০টিরও বেশি স্টল, যেখানে উদ্যোক্তারা প্রদর্শন করেছেন খাদ্যপণ্য, পোশাক, ক্রিয়েটিভ হ্যান্ডক্রাফটসহ আরও নানা উদ্ভাবনী ব্র্যান্ড ও ব্যবসায়িক ধারণা।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান স্টলসমূহ ঘুরে দেখেন। তিনি মেলার সার্বিক সফলতা কামনা করেন। উপ-উপাচার্য (একাডেমিক) আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। এজন্য উদ্যােক্তা হলো বিকল্প একটি পন্থা, যার মাধ্যমে পেশাগত ক্যারিয়ার গড়া সম্ভব।
এতে আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, আয়োজকদের মধ্যে ছিলেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা। আয়োজনে আরও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম শরীফ ও ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর মো. আবিদ শাহারিয়া প্রমুখ।
আয়োজকরা প্রত্যাশা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের সৃজনশীলতার এমন প্রাণবন্ত মেলবন্ধন নিঃসন্দেহে ক্যাম্পাসে উদ্যোক্তা চর্চাকে আরও গতিশীল করে তুলেছে। নতুন ধারণা, উদ্যোগ ও সম্ভাবনার এই উন্মোচন ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.