দেশচিন্তা ডেস্ক: জমকালো আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজনেস ফেস্ট ৪.০ ও বিদায় অনুষ্ঠান। সাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন আয়োজিত ফেস্টে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিজনেস প্ল্যান আইডিয়া, কুইজ প্রতিযোগিতা, ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা, ফেয়ারওয়েল প্রোগ্রাম, বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী, ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
গতকাল বুধবার অনুষ্ঠিত ফেস্টে প্রধান অতিথি ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালামনাই মো. রাকিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন । আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি মো. রাকিবুর রহমান বলেন,“একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক কর্পোরেট বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা, প্রযুক্তি—জ্ঞান এবং বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন জরুরি। পরে ব্যবসায় প্রশাসন বিভাগের গর্বিত অ্যালামনাই দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য মো. রাকিবুর রহমানকে “বেস্ট উদ্যোক্তা ২০২৫” পুরস্কারে ভূষিত করা হয়।
বিশেষ অতিথি ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান সকল অতিথি, স্পনসর, শিক্ষক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত বিজনেস ফেস্ট—৪.০ প্রোগ্রামের সহযোগিতায় ছিল গোল্ড স্পন্সর কেডিএস গ্রুপ, ইফাদ ও সাজিনাস হসপিটাল এবং সিলভার স্পন্সর সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লি পি২পি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ও সিন্দবাদ গ্রুপ। ইভেন্টে ম্যানেজমেন্টে দ্য সার্কেল ইভেন্ট এবং মিডিয়া পার্টনার ছিল চিটাগাং লাইভ।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগ মেধাবী ছাত্র ও ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন যোগ্যতা ও দক্ষতার জন্য তাদেরকে স্নাতক সম্মাননা ও বিশেষ পুরস্কার প্রদান করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে উপস্থিত সকলে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.