দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে গণ মিছিল করেছে নাজিরহাট পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনগুলো।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝংকার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ফটিকছড়িবাসী সেই আন্দোলনকে শক্তিশালী করবে- এটাই আমাদের বিশ্বাস।
তিনি আরও বলেন, ফটিকছড়িতে যে গণজোয়ার ধানের শীষের পক্ষে শুরু হয়েছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এই গণজোয়ার ও ব্যালটের মাধ্যমে আমরা ফটিকছড়ির এই আসনটি দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবো।
মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.