দেশচিন্তা ডেস্ক: ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রাষ্ট্রীয় উন্নয়নের জন্য যে কোনো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অপরিহার্য। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। তাই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যাতে জনদুর্ভোগ না হয় এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫২তম সভায় তিনি এ কথা বলেন।
সভায় এলজিইডির অধীন ঢাকা জেলার রূপগঞ্জ উপজেলাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প’র জন্য ১.৮৭২৬ একর ভূমি; নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প’র জন্য ৪.০৫৩০ একর ভূমি; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা জন্য ‘আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নেন্স প্রকল্প’র জন্য ৩৬.৯৯০০ একর ভূমি’; গাজীপুর জেলার দক্ষিণখান ও ধীরাম ‘ধীরামে আইসিডি নির্মাণের লক্ষ্যে ১৬৮.৫০৪ একর ভূমি অধিগ্রহণসহ পূবাইল-ধীরাশ্রম রেল লিংক নির্মাণ; নরসিংদী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ম্যানেজমেন্ট (সিএমএডডব্লিউএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলাধীন বালুশাইর এফসিডিআই উপ-প্রকল্পাধীন দুটি স্লুইচ গেট নির্মাণের জন্য ০.২৪৫৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের কথা উল্লেখ করে বলেন, অতিদ্রুত এর সমাধান জনগণ দেখতে চায় এবং এই সড়কের সার্বিক বিষয় তিনি নিজে মনিটরিং করার কথা উল্লেখ করেন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি বরাদ্দের ক্ষেত্রে পুকুরের শ্রেণি পরিবর্তন না করার জোর তাগিদ দেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.