দেশচিন্তা ডেস্ক: প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ হিসেবে মওদুদ আহমদের কিছু সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে তার সমালোচনার কোনো অবকাশ নেই।
মওদুদ আহমদকে রাজনীতির বিচিত্রধর্মী পুরুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন মওদুদ। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। যদি খুঁজে দেখি, গণতন্ত্রে ফিরে আসার উপায়টা বের করতেই তিনি সেখানে গিয়েছেন। এটি তাকে মূল্যায়ন করার ভালো পথ হবে।
বিএনপি মহাসচিব বর্তমান অস্থির পরিস্থিতিতে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রয়োজনীয়তা অনুভব করে বলেন, আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষটি আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ ছিলেন অন্যতম। তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটা দুঃখজনক।
তিনি আরও মন্তব্য করেন, যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.