দেশচিন্তা ডেস্ক: ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তারপর টানা দুটি আসরে খেললেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশায় ভেসেছে। সেই ব্যর্থতা কাটানোর আরেকটি সুযোগ তারা পেয়েছে।
১৭ নভেম্বর (সোমবার) স্লোভাকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জার্মানরা।
‘এ’ গ্রুপের শীর্ষে থাকতে এবং বিশ্বকাপের টিকিট পেতে রেড বুল এরেনায় হার এড়ালেই চলতো জুলিয়ান নাগেলসমানের দলের। দুই মাস আগে ব্রাটিস্লাভায় আগের দেখায় হেরেছিল জার্মানরা। এবার আর তার পুনরাবৃত্তি হতে দেয়নি দলটি।
১৮তম মিনিটে নিউক্যাসেল ফরোয়ার্ড নিক ওল্টেমেড জার্মানিকে এগিয়ৈ দেন।
বিরতির আগে সার্জ গিনাব্রি জালে বল জড়ান। লেরয় সানে প্রথমার্ধে করেন জোড়া গোল।
দ্বিতীয়ার্ধে দুই বদলি খেলোয়াড় রিডল বাকু ও আসান উদ্রাগো স্লোভাকিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন।
এই ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিল ১২। গত মাসে নর্দার্ন আয়ারল্যান্ডে হারা স্লোভাকিয়া জার্মানিকে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ বাছাই ম্যাচ হারের স্বাদ দিয়েছিল।
তবে জার্মানি টানা চার জয়ে ঘুরে দাঁড়ায় এবং গোলপার্থক্যে স্লোভাকদের চেয়ে ভালো অবস্থানে ছিল। এক পয়েন্ট যথেষ্ট হলেও তারা পুরো পয়েন্ট আদায় করেছে।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলবে স্লোভাকিয়া। বাদ পড়েছে নর্দার্ন আয়ারল্যান্ড (৯) ও লুক্সেমবার্গ (০)।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.