দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থীরা ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড-এ একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে অংশগ্রহণ করেছে ১৫ নভেম্বর ২০২৫, শনিবার। এই ভিজিটের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব শিল্প পরিবেশ, উৎপাদন প্রক্রিয়া এবং আধুনিক টেক্সটাইল প্রযুক্তির সাথে পরিচিত করা। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, টেস্টিং ল্যাব ও ইটিপি (ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) পরিদর্শন করে টেক্সটাইল প্রসেসিং-এর প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করে। এই অভিজ্ঞতা তাদের তাত্ত্বিক জ্ঞানকে আরও দৃঢ় করে এবং শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করে। ভিজিট চলাকালে ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড-এর নিটিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া ও কমপ্লায়েন্স বিভাগের সহকারী ম্যানেজার মো. আজাদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তিগত প্রক্রিয়া, যন্ত্রপাতি ব্যবহারের ধাপ, সেফটি মেজারস এবং কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। তাদের দিকনির্দেশনা ভিজিটকে আরও শিক্ষণীয় ও সমৃদ্ধ করেছে।
ভিজিটের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান ও প্রভাষক এস. এম. তৌসিফ। তারা পুরো ভিজিট জুড়ে শিক্ষার্থীদের একাডেমিক গাইডলাইন প্রদান করেন এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন বাস্তব দিক সম্পর্কে মূল্যবান ব্যাখ্যা দেন। তারা ফোর এইচ গ্রুপের আন্তরিক সহযোগিতা ও ব্যবস্থাপনার জন্য বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি, বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি এবং শিল্প-শিক্ষা সংযোগকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.