দেশচিন্তা ডেস্ক: ১৭ নভেম্বর (সোমবার) হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (অ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্কুলের এডহক কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক হিউম্যান পিস ইউনিভার্সিটি গ্লোবাল থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে সদ্য ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তাঁর বক্তৃতায় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সম্মান শুধু সনদ বা সার্টিফিকেটের নয়, চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ অর্জনের। তোমরাই হাটহাজারীর ভবিষ্যৎ, তোমাদের দায়িত্ব দেশের প্রতি, মানুষের প্রতি। প্রকৃত শিক্ষা সৎ, নৈতিক ও মানবিক হওয়ার শিক্ষা দেয়।” ব্যারিস্টার হেলাল আরও বলেন, “মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের নেশা থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন।” তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের প্রতি সহযোগিতা ও যথাযথ দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ সাহেব, উপজেলা চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক ও উপহার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ক্রেস্ট। শেষে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য লায়ন সালাউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রফেসর গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ডা. রফিকুল আলম, কলামিস্ট টিপু সুলতানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “ভালো ফলাফল কেবল শুরু, প্রকৃত জয় হলো সৎ, সাহসী ও সামাজিকভাবে দায়িত্ববান মানুষ হওয়া।” অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু সত্যজিৎ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.